পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২ 549 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করেছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। দিনটিকে উপলক্ষ করে শুক্রবার সকাল সাড়ে ৯টায় প্রতিষ্ঠানটির শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে প্রতিষ্ঠানটি।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান সৈয়দ রমিজ উদ্দিন ও সহকারি প্রধান শিক্ষক মো. আরব আলী।
এসময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের প্রভাষক শরাফত উল্লাহ, মৌমিতা ভট্টাচার্য, সুমন কুমার দাশ, ইয়াকুব শাহরিয়ার, মোজাম্মিল রউফ,  রাজীব রায়, সহকারি শিক্ষক মো. শাহ জাহান,  মাও. ফয়জুল বারী, রুবি রানী তালুকদার, মৃদুল চন্দ্র তালুকদার, বদরুজ্জামান খান, হেলাল আহমদ, রিকন চন্দ্র দাশ, মো. আলা উদ্দিন,  রেজুয়ানুল হক, তকবীর হোসেন, নন্দিতা দে, অপু চন্দ্র পাল, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, নোহান আরেফিন নেওয়াজ ও নাহিদ আহমেদ প্রমুখ।